আমার দেশটা ভালো নেই। বন্যার পানিতে ভেসে গেছে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার-সহ বিভিন্ন জেলায় বন্যার পানি বাড়ছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে হচ্ছে এটিকে। ওদিকের মানুষেরা ভালো নেই। বানের জলে ভেসে যাচ্ছে তাদের সবকিছু। পরিস্থিতি এমন—মানুষ এখন খাবারও চাচ্ছে না। তারা একটু বাঁচতে চাচ্ছে। তাদের একটা মিনতি—খাবার লাগবে না, আমাদেরকে বাঁচান প্লিজ!
খুব খারাপ লাগছে দেশের জন্য। দেশের মানুষের জন্য। আমার বিশ্বাস—দেশপ্রেমিক প্রত্যেকটা বাঙালির হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। তারা সবাই আজ ব্যথিত। সেই সাথে ভারতের উপর প্রচণ্ড ক্ষুব্ধও। ভারত বাংলাদেশকে কখনোই আপন মনে করেনি। সবসময়ই শোষণ করেছে। করতে চেয়েছে। যদিও তারা মুখে বলে আমরা বাংলাদেশের বন্ধু। কিন্তু বাস্তবতা পুরোই ভিন্ন। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, তারা টন টন ইলিশ নিয়েছে। কিন্তু বিনিময়ে কী দিয়েছে? বাঁধ খুলে দিয়েছে। তা-ও কখন? প্রয়োজনের সময়ে খোলেনি কিন্তু। খুলেছে বর্ষায়। নদীমাতৃক বাংলাদেশে যখন এমনিতেই পানি থইথই করে। ঠিক তখনই তারা বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যা উপহার দেয়।
এবারেও হয়েছে তাই। কোনো আগাম সতর্কসংকেত না দিয়েই বাঁধ খুলে দিয়েছে। যার ফলস্বরূপ এবারের বন্যা। এর পুরো দায় ভারতের। আপনি মানেন অথবা না মানেন। ভারতকেই এর দায় নিতে হবে। কোনোভাবেই তারা এই বিধ্বংসী বন্যার দায় এড়াতে পারবে না।
ভাবতে অবাক লাগে—এই পরিস্থিতিতেও কিছু বাঙালি ভারতের দালালি করছে। ভারতের পক্ষে খোঁড়া অজুহাত দিচ্ছে। ভারত নাকি ইচ্ছে করে বাঁধ ছাড়েনি। তারাও নাকি অপারগ ছিলো। বাঁধ না খুলে দিলে নাকি ওরাই বন্যায় তলিয়ে যেতো। এমন ফালতু অজুহাত তারা দিচ্ছে ভারতের পক্ষ নিয়ে। আরেকদল ভারতে ঘুরতে যাওয়ার বিজ্ঞাপন দিচ্ছে। কিছু বললেই তারা ‘পেট চালানো’র অজুহাত দিচ্ছে। এসব দালালদের আজকে একহাত নিয়েছি। ফেসবুকে যাদেরকেই দেখেছি ভারতের দালালি করতে, সবাইকেই মোক্ষম জবাব দিয়েছি। দেওয়ার চেষ্টা করেছি।
এখন আমার সামনে একটাই লক্ষ্য। ভারতকে একেবারেই বয়কট করবো। আপাতত টার্গেট নিয়েছি এক মাসের। যদি সফল হই তবে নিজেকে পুরষ্কৃত করার ইচ্ছে আছে। পাশাপাশি যারা আমার আশেপাশে থাকে, সবাইকেই ভারত বয়কটের আহ্বান জানাবো। ফেসবুকে প্রতিদিন একটা করে পোস্ট করবো এই বিষয়ে। মোটকথা, এই একটা মাস পুরোপুরি ভারত বয়কট ক্যাম্পেইন চলবে। ইনশাআল্লাহ।
…
২২ আগস্ট, ২০২৪
কলাবাগান, ঢাকা