কলকাতার ব্যস্ততম এরিয়া ধর্মতলায় (এসপ্ল্যানেড) তোলা এই ছবিটা। একজন লোক রাস্তায় ডিম আর পাউরুটি বিক্রি করছিলো। দাম কম ছিলো বিধায় আমরাও নিয়েছিলাম। খেতে খেতে দেখি লোকটা একটা পাউরুটির প্যাকেট ছিঁড়লো। তারপর একটা রুটি বের করে নেড়েচেড়ে দেখলো। গন্ধ শুঁকে বুঝতে পারলো রুটিটা বাসি হয়ে গেছে। তারপর পুরো প্যাকেটটাই ফেলে দিলো। পুরো ব্যাপারটা দেখে লোকটার প্রতি পরম শ্রদ্ধাবোধ জেগেছিলো সেদিন। সত্যিই, এমন সৎ মানুষ আজকালকার যুগে বিরলই বটে।