ছবিটা তেইশের জানুয়ারিতে তোলা। তখন বন্ধুদের সাথে সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে গিয়েছিলাম। জীবনে প্রথমবারের মতো এতো সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে সবাই নিজের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলো। সবাই নিজেদের মতো করে ছবি তোলায় ব্যস্ত ছিলো। আমাকে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিলো না। তাছাড়া আমার কাছে ছবি তোলার মতো অতো ভালো ফোনও ছিলো না। যেই দুয়েকজনের ছিলো তাদেরকে নিয়েই সবার হুটোপুটি। শোরগোল এড়িয়ে চলা আমি তাই নিরবে সেখান থেকে সরে আসি। তারপর মনের দুঃখে প্রকৃতির ছবি তোলায় মনোনিবেশ করেছিলাম। ঠিক তখনই এই ছবির জন্ম।