Abu Bakar Siddique

পাখিটার নাম জানি না

ছবির গল্প

কোনো এক শীতের বিকেল। কাশ্মীরের বিখ্যাত ডাললেকের সামনে দাঁড়িয়ে আমি তখন আনমনে ছবি তুলছিলাম। পাশেই হজরত বাল রহ. দরগা, শেষ বিকেলে দরগায় অনেক মানুষের আনাগোনা চোখে পড়ছিলো। তারমধ্যেই আমি ছবির বিষয়বস্তু খুঁজে ফিরছিলাম। তখন সহসাই চোখে পড়লো এই পাখিটি। 

এই পাখিটার নাম জানি না আমি। কাশ্মীরেই ওর সাথে আমার প্রথম দেখা। ডাললেকের তো অনেকগুলো ঘাট। তারই একটা ঘাটের চালে বসে রোদ পোহাচ্ছিলো পাখিটা। যেন অলস দুপুর কাটাচ্ছে। আমরা যেমন দুপুরের আহার সেরে হালকা বিশ্রামের নামে ভাতঘুম দেই—অনেকটা তেমনই। পাখিটার এই আলসেমি দেখে দারুণ লাগলো। ভাবলাম, এমন সুন্দর একটা দৃশ্য—এটাকে ক্যামেরাবন্দি না করলেই নয়। তৎক্ষনাৎ হাতে থাকা ফোনে এই চমৎকার দৃশ্যটি ধারণ করলাম। পাখিটা অবশ্য অনেকটা দূরেই ছিলো। তবে স্যামসাংয়ের S22 Ultra ছিলো বলে প্রায় 20x জুম করে ছবিটা তুলতে পেরেছি। এমনকি ছবির কোয়ালিটিও দারুণ এসেছে।

লিখেছেন : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সম্পর্কে

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.

গ্যালারি

আমাকে অনুসরণ করুন