বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ লেখক ইমরান রাইহান ভাইয়ের লেখা ‘বিপিনগঞ্জ বাজার’ বইটা পড়লাম। অতীতের খণ্ড খণ্ড স্মৃতি নিয়ে সাজানো এই বই। বইটিতে লেখক তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেছেন। যার মধ্যে ছিলো ভ্রমণকাহিনী, শৈশবস্মৃতি আরও কত কী! গল্পগুলো আকারে ছোটো, সাবলীল ভঙ্গিতে লেখা। ব্যাপারটা বেশ মনে ধরেছে আমার। এমন সাবলীল আর ঝরঝরে লেখাই আমার পছন্দের। হুমায়ুন আহমেদের লেখা গল্প-উপন্যাসগুলো এজন্যই বেশি টানে আমাকে।
‘বিপিনগঞ্জ বাজার’ বইটি খুব সহজ এবং সাবলীল গদ্যে লেখা, এতে কোনো সন্দেহ নেই। প্রায় একশো নব্বই পৃষ্ঠার এ বইটি একবসায় পড়ে ফেলতে পারবেন যে কেউ। কোনো বিরক্তি আসবে বলে আমার মনে হয় না। বরঞ্চ আরও মনে হবে, আমার নিজের জীবনের গল্পই লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন।
তবে এর মাঝেও একটা কিন্তু আছে! সেই কিন্তুটা হলো, পুরো বইজুড়ে ছোটোখাটো অনেক ভুল আমার চোখে পড়েছে। যার কোনোটা বানান সংক্রান্ত ভুল, কোনোটা আবার টাইপিং মিস্টেক। শুরুতে পেন্সিল দিয়ে ভুলগুলো দাগানোর চেষ্টা করেছিলাম। কিন্তু খানিক বাদেই হাঁপিয়ে গেছি। তাছাড়া এতে করে পড়ার গতিটাও বারবার থেমে যাচ্ছিল। তাই শেষপর্যন্ত আর দাগানো সম্ভব হয়নি।
বইটি প্রকাশ করেছে সঞ্চালন প্রকাশনী। পাঠক হিসেবে তাদের কাছে আমার দাবি থাকবে, খুব দ্রুতই যাতে এই ভুলগুলোকে শুধরানোর ব্যবস্থা করা হয়। পরবর্তী সংস্করণে যেন এসবের ছিঁটেফোঁটাও না থাকে। প্রয়োজনে আরও দু’একবার নজর বুলিয়ে বইয়ের সব সমস্যা চিহ্নিত করে সেগুলো ঠিকঠাক করুন। তাহলে পরবর্তী সংস্করণ নির্ভুল আর ঝরঝরে হবে। পাঠকরাও বাধাহীনভাবে বইটি পড়তে পারবে।
সর্বোপরি এ বইটির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য রইলো ভালোবাসা এবং শুভকামনা।
***